header banner

South 24 Parganas : আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় পরবর্তী হিংসার ঘটনা উঠে আসছে। মঙ্গলবার রাত থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা।ভোট মিটতেই বিক্ষিপ্ত হিংসার অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ক্যানিংয়ে বিজেপি নেত্রীর বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি নেতার স্ত্রী ও মাও। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার  দিঘিরপাড় পঞ্চায়েতের কাঠপোল এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন অসীম কুমার দাস ও অনিতা সিনহা। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ সভাপতি মামনি দাস।অভিযোগ, পরিবারের উপর হামলা হতে পারে ভেবেই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা থেকে ক্যানিং পশ্চিম এলাকার কাঠপোল এলাকায় আশ্রয় নিয়েছিলেন ওই বিজেপি নেতা।

{link}

মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশিত হতেই রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে তাঁর মা ও স্বামীর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতিরা। এই ঘটনায় গুরুতর জখম হয় দু’জন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ জখমদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেত্রীর বক্তব্য, “রাত নটার পর অস্ত্র হাতে হামলা চালায় ওরা। হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। এর আগেও হামলা হয়েছে। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছিলাম। আমি সে সময় বাড়িতে ছিলাম না, তখনই হামলা হয় আমার মা ও স্বামীর ওপর।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্র বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ৷ ঘটনাটি ঘটেছে খেয়াদহের ক্ষুদিরাবাদ এলাকায় ৷

{link}

ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ আতঙ্কে বাড়িছাড়া পোলিং এজেন্ট ৷ খেয়াদহের বাসিন্দা সমীর মিস্ত্রি ৷ লোকসভা নির্বাচনে  তিনি বিজেপি প্রার্থী অনির্বান গাঙ্গুলির পোলিং এজেন্ট ছিলেন ৷ ফলাফল ঘোষনা হাওয়ার পরেই তার বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ তার স্ত্রী ও মা কে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ৷ অভিযোগ তৄণমুল কংগ্রেসের দিকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৄণমুল ৷ আক্রান্ত সমীর ও তার স্ত্রীর দাবি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর আচমকা তাদের বাড়িতে হামলা চালানো হয় ৷ সবাই বাড়ির ভেতরে ছিলেন বলে তারা কোনরকমে প্রাণে রক্ষা পান ৷  যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।

{ads}


 

News Breaking News South 24 Parganas West Bengal BJP BJP Candidates violence Vote Canning Police Station Voter Election Election 2024 Lok Sabha Election Politics Politician Election Resu

Last Updated :