header banner

কর্মীদের বাড়ীতে ভাঙচুর, লুঠপাটের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ খেজুরিতে

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: খেজুরির বারাতলা এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়ীতে ভাঙচুর, লুঠপাট ও জিনিসপএ পুকুরে ফেলে দেওয়ার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলো বিজেপি নেতৃত্বরা। শনিবার সকালে হেঁড়িয়া-বোগা রাজ্য সড়কের বিদ্যাপীঠে কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। অবরোধকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে মহিলাদের সংখ্যা লক্ষণীয়। রাস্তা অবরুদ্ধ থাকার জেরে ব্যাপক যানজট তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে খেজুরি থানার পুলিশ। পুলিশ-এর কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষন বিবাদ চলে বিক্ষোভকারীদের। তারপর পুলিশি হস্তক্ষেপে উঠে যায় বিক্ষোভ।

{link} 

এদিনে তীব্র কটাক্ষ করেছে বিজেপির নেতৃত্বরা। পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে খেজুরি বিধায়ক তথা বিজেপি নেতা শান্তনু প্রামানিক বলেন " খেজুরি বারাতলা গ্রামের বিজেপি কার্ষকর্তা থেকে কর্মী সমর্থকদের উপর নির্মল ভাবে অত্যাচার চালিয়েছে তৃণমূলের হার্মাদ বাহিনীরা। এখনো এলাকায় বোম বন্দুক চলছে। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আগামী দিনে জবাব নেবো। পুলিশকে আগামী দিনে দেখো নেবো "।

{ads}

news BJP West Bengal East Midnapore সংবাদ

Last Updated :