header banner

Suvendu Adhikari : বদলি BLO, স্বচ্ছ ভোট নিয়ে শঙ্কা শুভেন্দুর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভোটার তালিকা নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের অনেক BLO সহ অন্যান্য অনেক আধিকারিকদের  নিয়ে নির্বাচন কমিশন দিল্লিতে (Delhi) মিটিং করেন। তার পরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তর দিনাজপুরে বুথ লেভেল অফিসারদের (BLO) বদল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

{link}

সোমবার টুইট করে তিনি জানান, সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন ওই জেলার BLO-রা। ভোটার তালিকা সঠিক ও স্বচ্ছ রাখতে দক্ষতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণ হয়েছিল। কিন্তু কোনও যুক্তি বা নিয়ম ছাড়াই রাজ্য সরকার তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ তাঁর। শুভেন্দুর দাবি, এই পদক্ষেপ সরাসরি নির্বাচন কমিশনের সংস্কারমূলক উদ্যোগে হস্তক্ষেপ। এর ফলে ভোটার তালিকা ব্যবস্থাপনায় অনিয়মের সম্ভাবনা তৈরি হতে পারে এবং আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হতে পারে। 

{link}

তিনি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন। বিরোধী নেতা জানান, ইতিমধ্যেই তিনি মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমারের কাছে চিঠি পাঠিয়েছেন। জেলা নির্বাচন আধিকারিক এবং জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়ার অনুরোধও করেছেন তিনি।

{ads}

 

News Breaking News Suvendu Adhikari Election Politics সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article