header banner

সৃষ্টির আত্মবিশ্বাস

article banner

আসন্ন বিধানসভা নির্বাচনে আর হাতে গাঁট গোনা কিছু সময় বাকি , তাঁর আগে একাধিক রাজনৈতিক জল্পনা তুঙ্গে । বিশেষত শাসক দলের গৃহযুদ্ধকে ঘিরে রাজনৈতিক যুদ্ধ ক্ষেত্র হয়ে উঠছে আরও উত্তপ্ত , প্রতিদিন নানা নতুন বাকযুদ্ধ তৈরি হচ্ছে । 
গতকাল সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্যকে প্রাধান্য দিয়ে বিজেপি-তৃণমূল বাকযুদ্ধে নতুন ভাবে তৈরি হয়েছে জটিলতা ।


বাগনানে ধৃত বিজেপি যুব নেতা প্রেমাংশু রানার  বাড়িতে গতকাল হঠাৎ দেখা করতে আসেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ । তিনি সেখানে বলেন শুভেন্দু অধিকারী এলে ভালো না এলে আমাদের কোনো ক্ষতি নেই । আমরা বাংলায় সরকার গড়বোই । এছাড়া এই বাংলায় পিসি ভাইপো গুরুত্ব আছে বাকি আর কারো গুরুত্ব নেই সে মন্ত্রী হোক বা সাংসদ হোক । তবে তৃণমূল নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই মানুষের সুরক্ষায় আমাদের বড় কথা । মানুষ তার যোগ্য জবাব দেবে । বাগনানে পুলিশ প্রশাসন তৃণমূলের দালালী করছে । আমরা সব ডায়েরিতে নোট করছি সময়ে তার জবাব দেবো ।{ads}

Bagnan BJP Bagnan murder Bagnan Strike Election West Bengal

Last Updated :