header banner

বাগনানে ধানের গাদায় আগুন

article banner

রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, নষ্ট হয়েছে প্রায় তিরিশ বিঘা জমির ধান বলে দাবি চাষিদের। বুধবার মধ্যরাতে হাওড়ার বাগনানের নজরপুর গ্রামের ঘটনা। রাতেই বুঝতে পেরে চাষিরা নিজেদের উদ্যোগে ধানের গাদায় লাগা আগুন নেভায়। ঘটনার খবর পেয়ে রাতেই বাগানান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


চাষিদের অভিযোগ ওই রাতেই পাশের গ্রামের এক যুবককে এলাকা দিয়ে যেতে দেখেছে গ্রামের স্থানীয় লোকজন। ওই যুবকের নাম শেখ মাসুদ, বাড়ি হেতপুর গ্রামে বলে জানিয়েছেন তারা। বেশ কয়েকদিন ধরে এলাকার চাষিদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। তাদের মতে দিন কয়েক আগে পাশের পাড়ায় আরো একটি ধানের ধানের গোলাতেও আগুন লাগিয়েছে ওই যুবক। চাষিদের আরো অভিযোগ এলাকার বেশ কিছু গরু ব্যাবসায়ীরা ঐ এলাকায় গরু ছেড়ে যেত তার ফলে চাষের ধান ও ফুল নষ্ট হতো, বারবার বললেও তার কোন সুরাহা হয়নি। সেখান থেকেই কেউ বা কারা আগুন লাগিয়ে থাকতে পারে বলে সন্দেহ চাষিদের। ঘটনার রাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে চাষিরা। এলাকার পঞ্চায়েত সদস্য কাজী মহম্মদ আলম চাষিদের ক্ষতির কথা বিডিও প্রশাসনিক আধিকারিকদের জানাবেন বলে জানিয়েছেন। {ads}
 

Bagnan Paddy Field Fire Howrah Najarpur Losses West Bengal

Last Updated :