মঙ্গলবার সকালে বাগনান স্টেশনে ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘটে।
দক্ষিণ-পূর্ব রেলের সূত্রে জান গেছে বাগনান স্টেশনে তিন নম্বর দিয়ে যখন হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস যখন দুরন্ত গতিতে ছুটিছে তখন কোনভাবে ৩২ বছর বয়সী ওই মহিলা ইঞ্জিনের সামনে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠায়।{ads}