header banner

ছিনতাইয়ে বাধা দেওয়ায় বাগনানে দুষ্কৃতীদের গুলি! আড়াই বছরের শিশুকন্যার সামনেই খুন মা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক মহিলাকে গুলি করে খুন করার অভিযোগ। বুধবার ভোর ৬টা নাগাদ বাগনানের রাজাপুর থানার মহিষরেখা ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম রিয়া কুমারী। খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে ওই মহিলাকে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে কলকাতার উদ্দেশে গাড়ি করে আসছিলেন ওই মহিলা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী প্রকাশ কুমার এবং তাঁদের আড়াই বছরের শিশুকন্যা। 

{link}
প্রকাশ নিজেই রাঁচি থেকে গাড়ি চালিয়ে আসছিলেন। এমার্জেন্সির কারনে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন প্রকাশ। সেই সময় তাঁদের ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল। প্রকাশ এবং তাঁর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। ছিনতাইয়ে বাধা দেন প্রকাশ। গাড়ি থেকে নেমে আসেন প্রকাশের স্ত্রী রিয়াও। সেই সময় রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কানের তলায় গুলি লাগে রিয়ার। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রিয়া। গুলি চালিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায় বলে দাবি প্রকাশের। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রকাশ তাঁর আহত স্ত্রীকে নিয়ে কিছু দূর গাড়ি চালিয়ে রাজাপুর থানার পীরতলা এলাকায় আসেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের কাছে ঘটনার কথা জানানোর পরেই স্থানীয়েরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসলে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়াকে। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর রিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার স্বামী প্রকাশকেও  জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রের খবর।
{ads}

news crime Howrah West Bengal robbery সংবাদ

Last Updated :