নিজস্ব সংবাদদাতা: সিবিআই হেফাজতে বগটুই কান্ডে মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু। কিভাবে সিবিআই হেফাজতে থাকাকালীন কিভাবে এই ঘটনা? সেই বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য। রামপুরহাটে সিবিআইয়ের অস্বায়ী ক্যাম্পে তার মৃতদেহ উদ্ধার হয়। গত ৩ ডিসেম্বর ঝারখন্ড থেকে লালন শেখকে গ্রেপ্তার করে সিবিআই। পরের দিন তালে রামপুরহাট আদালতে তোলা হয়। এবং ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর ১০ ডিসেম্বর তাকে ফের রামপুরহাট আদালতে তোলা হয়। এবং তিন দিনের সিবিআই হেপাজত হয় লালনের৷ আজ তার মৃতদেহ উদ্ধার হয় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে।
{link}
মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। এই ঘটনার খবর জানার পর, লালন শেখের স্ত্রীর অভিযোগ হেফাজতে থাকাকালীন সিবিআই-এর হাতে খুন হয়েছেন লালন শেখ। রামপুরহাটের মতো ব্রেকিং ভয়াবহ ঘটনার মতো ঘটনার মূল অপরাধীর এহেন মৃত্যু ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
{ads}