header banner

প্রভাবশালী তত্ত্বে খারিজ জামিনের আর্জি, জেলের ভিতরেই দুর্গাপুজো কাটবে অনুব্রতর

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: পুজোর আগেও মিলল না জামিনের নির্দেশ, জেলের মধ্যেই দুর্গাপুজো কাটাবেন অনুব্রত মণ্ডল। প্রভাবশালী তত্ত্বে ফের খারিজ জামিনের আরজি। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে তা খারিজ হয়। ২৯ অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। আদালত থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন অনুব্রতর আইনজীবী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। 

{link}
বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মন্ডলকে গরু পাচার মামলায় জড়িত সন্দেহে সিবিআই গ্রেপ্তার করে গত ৭ ই সেপ্টেম্বর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। ২১ তারিখ তার জামিনের আবেদন নাকচ করে আগামী ২৯ শে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল আজ। অনুব্রত মন্ডলের আইনজীবী অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানান তারা অনুব্রত মন্ডলের জামিনের আবেদন করেছিলেন কিন্ত সিবিআই তার বিরোধিতা করে জানান তাঁর বিরুদ্ধে প্রচুর বেনামী সম্পত্তির হদিস পাওয়া গেছে যা নিয়ে তদন্ত হচ্ছে এই মুহূর্তে তাকে জামিন দিলে তদন্তের প্রভাব পড়বে। 

{link}
গরু পাচার মামলায় অনুব্রত মন্ডল কোনভাবেই জড়িত নয় এবং সিবিআই তার বিরুদ্ধে কোন প্রমান দিতে পারে নি একই মামলায় সুরেশ কুমারকে ৩০ দিনের মাথায় জামিন দেওয়া হয়েছে সাথে আরও কয়েকজনকে জামিন দিলেও অনুব্রত মন্ডলকে জামিন দেবার বিরোধিতা করছে সিবিআই।  সোনা ফেরৎ প্রসঙ্গে সিবিআই জানান সেগুলো পরীক্ষা করা হচ্ছে এবং আগামী ২৯ তারিখ সেগুলোর রিপোর্ট জমা করা হবে। আইনজীবী অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানান নিয়ম অনুযায়ী ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় কিন্তু পূজোর ছুটির কারণে আগামী ৯ অক্টোবর, ১৫ অক্টোবর এবং ২৯ শে অক্টোবর শুনানির দিন ধার্য্য করা হয়েছে, ৯ তারিখ এবং ১৫ তারিখ পূজার ছুটির কারণে শুনানি হওয়া বা পেশ করা যাবে না, আগামী ২৮ তারিখ পর্যন্ত আদালত বন্ধ থাকবে আশা করা যায় ২৯ তারিখ শুনানি হবে।
{ads}

news Anubrata Mondal Durga Puja West Bengal CBI সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article