header banner

বঙ্গ-রাজনীতিতে বান্ধবী অধ্যায়ে নতুন তরজা! পার্থর কটাক্ষের বিরুদ্ধে সরব শোভন সঙ্গী বৈশাখী

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজনীতি মানেই চমক। আর তার পরতে পরতে লুকিয়ে বিনোদন। রাজনৈতিক জগতও এই মুহূর্তে সিনেমার জগত থেকে খুব একটা কম কিছু নয়। একটা দারুণ 'বান্ধবী' অধ্যায় শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। সেই বিষয়টিকে নিয়ে আলোচনাও চলছে বিস্তর। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী আগেই এই জগতের নক্ষত্র ছিলেন। সেই তালিকায় নতুনভাবে জুড়েছে সদ্য জেল মুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী 'অর্পিতা' -এর নাম। এই নিয়েই গোলযোগ। আসলে জেল থেকে বেরনোর পরই অর্পিতার সঙ্গে সম্পর্কের কথা খুল্লমখুল্লা স্বীকার করেছেন পার্থ। আর সেটা করতে গিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে।

{link}

বেহালার প্রাক্তন বিধায়ক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “লোকের ২টো বউ থাকতে পারে। আমার বান্ধবী থাকতে পারে না? যাঁরা এটা নিয়ে বিদ্রুপ করেছেন, তাঁদের প্রতি সহানুভূতি রইল।” নিন্দুকদের দাবি, পার্থর নিশানায় ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিকে বৈশাখীর কটাক্ষ, "শোভন তার বান্ধবীর জন্য পদ ছেড়েছিল। আর উনি বান্ধবীর বাড়িতে টাকা জড়ো করে করেছেন। পার্থক্য আছে।” বৈশাখীর কটাক্ষ, পার্থ ভালো মানুষ হতে পারেননি। তবে এতদিনে যে পুরুষ হয়ে দাঁড়াতে পেরেছেন, সেজন্য তাঁর সাধুবাদ প্রাপ্য। প্রাক্তন অধ্যাপিকা বলছেন, ‘এলআইসি ফর্মে তো আঙ্কেল, নিস হিসাবে পরিচয় দিয়েছিলেন। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করেছেন। বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। উনি মানুষ না হলেও পুরুষ হয়েছেন তার জন্য সংগ্রামী অভিনন্দন।”

{ads}

Partha Chatterjee Baishaki Banerjee Sobhan Baisakhi Trinamool Congress West Bengal Bengali News পার্থ-অর্পিতা শোভন বৈশাখি রাজনীতি বিনোদন

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article