দলবিরোধী কার্যকলাপের জের, তৃনমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হল বৈশালী ডালমিয়া কে। বেশ কিছুদিন ধরেই দলের সাথে মতবিরোধ দেখা দিয়েছিল বালি তৃনমূলের এই নেতৃর। একের পর এক সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই কার্যের শাস্তি স্বরূপই তাকে দল থেকে বহিষ্কৃত করে দেওয়া হল বলে মতামত রাজনৈতিক মহলের।
রাজীব ব্যানার্জির পদত্যাগ, লক্ষীরতন শুক্লাও রাজনীতি ত্যাগ করেছেন। বেসুরো সুর ধরেছেন রথীন চক্রবর্তিও। হাওড়ার তৃনমূলের শক্ত ভীত যেন ধীরে দীরে আলগা হয়ে পড়ছে। বর্তমানে তৃনমূলের হাওড়ায় একমাত্র খুটি সেই অরূপ রায়। ভোটের আগে হাওড়ার তৃনমূলের চিত্র কিন্তু খুব একটা মজবুত নয় বলেই মতামত দিচ্ছেন রাজনীতিবিদরা।
{ads}
Last Updated :