header banner

Chinese Garlic : বাজায়প্ত বলো প্রচুর নিষিদ্ধ চিনা রসুন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চিন (china) এখন আন্তর্জাতিক বাজারে একটা ত্রাস তৈরী করছে। তারা খুব সস্তায় এমন অনেক কিছু তৈরী করছেন, যা স্বাস্থ্যর পক্ষে খুবই ক্ষতিকারক। আরও মজার কথা হলো চিন সেই সব জিনিস নিজের দেশে রাখে না। বাইরে রপ্তানি করে দেয়। সম্প্রতি ওরা এমন এক ধরনের রসুনের (Garlic) চাষ করছে যা স্বাস্থ্যসম্মত নয়।

{link}

আর তেমন রসুন সস্তায় কিনে প্রচুর মুনাফার লোভে আসক্ত হয়ে পড়ছে কিছু অসৎ ব্যবসায়ী। বুধবার আনুমানিক বেলা ১২টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ধূলাগড় ট্রাক টার্মিনালে অভিযান চালায় সাঁকরাইল থানা। ২৫৪ বস্তার বেশি নিষিদ্ধ চিনা রসুন (১৮ কেজি প্রতি বস্তা) বাজেয়াপ্ত করেঠে পুলিশ। সাঁকরাইল থানার বিশেষ দল অরবিন্দ জয়সওয়ালের গোডাউন থেকে এই রসুন বাজেয়াপ্ত করেছে।

{link}

জানা গিয়েছে পরিমাণ রসুনের বাজারমূল্য ৭ লক্ষ ৭০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে চিন থেকে আসা এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরাপথে ভারতে ঢোকে। কম দামে এই রসুন কিনে বেশি দামে বাজারে বিক্রি করেন বিক্রেতারা। এই রসুনের কোয়া অপেক্ষাকৃত মোটা হয়। জানা যায়, এই রসুন চাষের সময় যে কেমিক্যাল ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওই রসুনকে এক ধরনের বিষ বলা চলে। তাই নিজেদের দেশের বাজারে এনে চলেছে এক দল অসাধু ব্যবসায়ী।

{ads}

News West Bengal China West Bengal Garlic Chinese Garlic সংবাদ

Last Updated :