header banner

বিষ্ণুপুরে পদ্মফুল?

article banner

বৃহস্পতিবার বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক নীরজ কুমারের নেতৃত্বে এবারে  ঝাঁটা হাতে  নিলেন বিজেপি কর্মচারীরা। উদ্দেশ্য একটাই নীল বাড়ি দখল। স্থানীয় পৌরসভা ভবন যা এতদিন ধরে তৃণমূল দ্বারা পরিচালিত হত তা পরিষ্কারের জন্য এগিয়ে এলেন বিজেপি কর্মচারীরা। কাজের সাথে যুক্ত করলেন স্লোগান 'জঞ্জাল মুক্ত' করতেই হব।বিজেপির দাবি, আজকে তারা প্রতিকী জঞ্জালমুক্ত করলেন, আসল জঞ্জাল তখনই মুক্ত হবে যখন রাজ্যে বিধানসভায় ক্ষমতায় আসবে বিজেপি ও পরে ক্ষমতাসীন তৃণমূলের হাত থেকে এই পৌরসভার দায়িত্ব, মানুষের জন্য কাজ করার দায়িত্ব কেড়ে নিতে পারবে। সত্যিকারের 'জঞ্জাল মুক্ত' হবে সেদিন। পৌরবাসী সঠিক পৌরপরিষেবা পাবেন বলেও তাদের দাবি।নীরজ কুমার যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে বললেন যে আসন্ন বিধানসভা তে তারাই ক্ষমতায় আসতে চলেছে, তাই এখন থেকেই পৌরসভাকে স্বচ্ছ রাখার দায়িত্ব নিচ্ছেন। এছাড়াও তিনি সরাসরি শাসক দলকে আক্রমণ করে বলেন, "এখন পৌরসভা জঞ্জালে ভর্তি, যত ভিতরে যাবে তত জঞ্জালের পরিমাণ বেশি দেখতে হবে"। 

এর পাল্টা জবাবও দিয়েছে শাসকদল তৃনমূলও।দলের নেতা ও বিষ্ণুপুর পৌরসভার 'প্রশাসক' দিব্যেন্দু ব্যানার্জী বললেন, “ওনাদের দলের মধ্যে আগে সাফাইটা শুরু করুক, দলটা ধীরে ধীরে যে অবস্থায় চলে যাচ্ছে বা দলে যে জঞ্জালের পরিমাণটা বাড়ছে আগে সেই জঞ্জালটা ওনারা মুক্ত করুক, তারপর না হয় মানুষের পাশে দাঁড়াবে। আমার বিষ্ণুপুর পৌরসভার ১৯ টা ওয়ার্ডে নিয়মিত যেমন জঞ্জাল সাফাই হয়, তেমনি বিভিন্ন মন্দিরেও এই কাজ হয়”।

নীল বাড়ি কার দখলে থাকবে এখন তাই লক্ষণীয়। আর এই  সিদ্ধান্ত সাধারণ মানুষ সঠিক সময়ে নেবে।আসন্ন নির্বাচনেই দেখা যাবে নীল বাড়ির জঞ্জাল আসলে কে পরিস্কার করে। 

{ads}

Bakura Bishnupur BJP TMC Neeraj Kumar Dibendu Banerjee Party Office Fights Politics Election West Bengal Inia

Last Updated :