header banner

স্থানীয় কাউকে টিকিট না দেওয়া হলে নির্বাচনে কাজ না করার হুমকি বালি তৃনমূল কর্মীদের

article banner

হাওড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব ও বিরোধীতায় ক্রমাগত বারংবার নাম উঠে আসছে তৃনমূলের। বুধবার বালি বিধানসভা এলাকার প্রাক্তন কাউন্সিলর নেতা কর্মীদের গোপন বৈঠক হয়। সেই বৈঠকের পর প্রাক্তন কাউন্সিলর ও বালি ব্লক সভাপতি তফজিল আহমেদ তাদের মধ্যে বা এলাকার রাজনৈতিক বেক্তিকে প্রার্থী না করলে বা আমাদের মধ্যে কাউকে না দিলে দলের হয়ে কাজ না করার কথা জানিয়েছেন। কার্যত হুমকি দিয়েছেন তিনি। সেই একই মিটিংয়ে উপস্থিত আইপ্যাকের প্রতিনিধিও।


বালি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগদানের পর কে সেই কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন তা এখনও জানা যায়নি। তা জানা যাবে তৃনমূলের প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই। কিন্তু শেষ মুহুর্তে স্থানীয় তৃনমূল কর্মীদের এহেন বিরোধী পদক্ষেপ অবশ্যই চিন্তায় ফেলবে তৃনমূলের শীর্ষ নেতৃত্বকে। এরপর তৃনমূলের পক্ষ থেকে বালি তে কাকে পদপ্রার্থী করা হয় সেই দিকেই নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলের। 

{ads}
 

Bali Assembly Election West Bengal Assembly Election Politics TMC BJP West Bengal India

Last Updated :