header banner

বালিতে প্রচার শুরু বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার

article banner

দীর্ঘ অপেক্ষার পর একটু দেরিতেই বালি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে বৈশালী ডালমিয়ার নাম ঘোষণা করা হয়। নাম ঘোষিত করা হয় দিল্লী থেকে। নাম ঘোষণার দুদিন পর আজ থেকে নিজের ভোট প্রচারের কাজ শুরু করলেন বৈশালী ডালমিয়া। হাওড়া পৌর নিগম ও বালি বিধানসভার অন্তর্গত ৬৪ নম্বর ওয়ার্ড থেকে আজ নিজের নির্বাচনের প্রচার শুরু করেন তিনি। প্রচার শেষে সংবাদমাধ্যম কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। কেন্দ্র থেকে বাংলার উন্নয়নে অনেক অনেক ফান্ড আসবে। উন্নয়ন হবে। বালি কেন্দ্রে আমার লড়াই কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমফানে বিপর্যস্তরা সকলে টাকা পেলেন না। তালিকায় নাম পাঠানো সত্বেও তাঁরা টাকা পেলেন না। এছাড়াও আজকে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে রবিবার সকালে প্রচারে বেরিয়ে মন্তব্য করেন বালি কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি।


বালির প্রক্তন মহিলা বিধায়ক রাজীব ব্যানার্জী ও রথীন চক্রবর্তীদের সাথে ইল্লি গিয়ে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। বালিতে জয়লাভ করার জন্য তার উপরেই ভরসা রেখেছে পদ্মফুলের শিবির। উল্লেখ্য বিষয় এবারে সিপিএম এর পক্ষ থেকে বালিতে প্রার্থী করা হয়েছে দীপ্সিতা ধর কে। যিনি অবশ্যই একজন কঠিন প্রতিপক্ষ বৈশালী ডালমিয়ার কাছে। লড়াইয়ে পিছিয়ে নেই ডাক্তারবাবুও। অবশেষে বালির মানুষ কা উপরে আস্থা রাখেন তাই দেখার বিষয়। 

{ads}
 

Bali Baishali Dalmia BJP Election Assembly Election West Bengal Assembly Election Howrah West Bengal India

Last Updated :