header banner

মনোনয়ন জমা দিলেন বৈশালী ডালমিয়া, ২১-এ বালিতে পদ্ম ফোঁটার সম্ভাবনা?

article banner

সোমবার নিজের মনোনয়নপত্র জমা দিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। বিপুল সমর্থকদের উচ্ছ্বাসকে সঙ্গি করে আজ তিনি নিজের মনোনয়ন পেশ করেন। দল পরিবর্তনকারি বিধায়কদের মধ্যে অবশ্যই এক বড়ো নাম বৈশালী ডালমিয়া। অমিত শাহের পাঠানো বিশেষ বিমানে চড়ে দিল্লি গিয়ে যোগদান করেছিলেন গেরুয়া শিবিরে। সেক্ষেত্রে বালিতে গেরুয়া ফুল ফোঁটানোর লক্ষ্যে বৈশালি ডালমিয়ার উপরেই আস্থা রেখেছে বিজেপি। অন্যদিকে দু-দিন আগেই মনোনয়ন জমা করেছেন বালির সংযুক্ত মোর্চা সমর্থীত সিপিআইএম প্রার্থী দিপ্সীতা ধর। মনোনয়ন জমা করা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রানা চট্টোপাধায়েরও।


উল্লেখ্য বিষয় ২০১৬ বিধানসভা নির্বাচনেও এহেন একইভাবে এসে নিজের মনোনয়ন জমা করেছিলেন বৈশালী ডালমিয়া। জয়ীও হয়েছিলেন। কিন্তু পরিস্থিতি পাল্টেছে। ১৬-নির্বাচনে তার সাথে ছিলেন তৃণমূল-কংগ্রেসের কর্মী সমর্থকেরা, আর ২০২১-এ আছেন বিজেপির সমর্থকেরা। সেবারে উড়ছিল ঘাসফুলের পতাকা এবারে উড়েছে পদ্মফুলের পতাকা। ২০১৬-র নির্বাচনের পর ২০২১-এও জয়ের ধারা বজায় রেখে বালিতে পদ্ম ফোঁটাতে সক্ষম হতে পারবেন তিনি? উত্তর জানতে অপেক্ষা করতে হবে ফল প্রকাশের দিন পর্যন্ত। 

{ads}
 

Bali Baishali Dalmiya News BJP BJP West Bengal BJP News West Bengal Assembly Elections Howrah Bali West Bengal India

Last Updated :