header banner

''হ্যা হাক হামারি.. আজাদি, হ্যা জান সে প্যারি...আজাদি'' 

article banner

 

রাজ্য প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দাবিতে আজ উত্তপ্ত দু নম্বর জাতীয় সড়ক বালিহল্ট। সকাল থেকেই ভিড় দেখা যাচ্ছে বাম সমর্থকদের। সাধারণ মানুষের কর্ম সংস্থান এবং অধিকার রক্ষার দাবিতে সরব বনধ সমর্থকেরা।


সাত দফার দাবিতে উজ্জ্বল ভাবে প্রকাশ পেয়েছে সাধারণ মানুষের স্বার্থে তোলা বহু দাবি। রয়েছে বেকারত্ব মেটানোর দাবি, দারিদ্রতা দূর করার দাবি, বেসরকারিকরণ এর বিরোধিতা, কৃষকদের অধিকার রক্ষার দাবি, দ্রব্যের অতিরিক্ত মূল্য হ্রাস, শ্রমজীবী এবং মধ্যবিত্তের অধিকার রক্ষার দাবি, সুস্থ স্বাভাবিক জীবনের দাবি ইত্যাদি। সারা দেশব্যাপী সরকারের শ্রমিক সম্প্রদায়ের নানান সমস্যা এড়িয়ে যাওয়ার প্রতিবাদে সারা দিয়ে একত্রিত বাম সমর্থকেরা।
বনধ-এর সমর্থনে স্বাভাবিকভাবেই থমকে রয়েছে জাতীয় সড়ক। দূরপাল্লার যান থেকে শুরু করে ছোটো খাটো প্রায় সমস্ত যান চলাচলই বিক্ষিপ্ত ভাবে বন্ধ রয়েছে। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছে বহু সাধারণ মানুষ। তবে, হাজার সমস্যার স্বত্ত্বেও, দু নং জাতীয় সড়কে বাম সমর্থকদের উদ্যোগে পরিচালিত অবরোধ বেশ সাড়া ফেলেছে সমগ্র এলাকাতেই।{ads}

BallyHalt Block Strike All India all india strike 2020 all india strike today bharat bandh news today bharat bandh today bangla news news bangla howrah howrah news howrah news bengali howrah news live

Last Updated :