header banner

অন্তরদ্বন্দ্ব অব্যাহত বালিতে

article banner

বালি ,বেলুড় এবং লিলুয়াতে পোস্টার ব্যানার টাঙ্গানো কে কেন্দ্র করে চাঞ্চল্য ! পোস্টার ব্যানারে লেখা বালি সক্রিয় তৃণমূল কর্মীদের মাননীয় দিদির কাছে অনুরোধ আসন্ন বিধানসভা নির্বাচনে বালিতে কোন বহিরাগত নয় বালির মানুষকে দলের প্রার্থী হিসেবে চাই ! পোস্টারের নিচে বালি তৃণমূল সক্রিয় কর্মী বৃন্দ নাম লেখা আছে!  প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বালি বিধানসভার বিধায়িকা বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে পোস্টার ব্যানার!
বালি এলাকা বাসিন্দাদেরও  একাধিক অভিযোগ  কিন্তু তাদের মধ্যে প্রকাশ করতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে । তিন বছর আগে বলা হয়েছিল বাড়ি করে দেওয়া হবে যা এখনও হয়ে ওঠেনি , বাড়ির অবস্থা আশঙ্কাজনক যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে । তাঁরা জানিয়েছেন তাদেরকে জানানো হয়েছিল টাকা এসে গেছে কিন্তু তাঁরা কোন অর্থই সেভাবে পাননি । 


তফজিল আহামেদ নানা অভিযোগের ভিত্তিতে পোস্টারের কথা বলেন ।বিভিন্ন অভিযোগের মধ্যে প্রথমত , বিধায়ককে সময়মতো এলাকায় পাওয়া যায় না। সাধারণ মানুষ শংসাপত্র সহ বিভিন্ন অনুদানের বিষয়ে কথা বলতে গেলে দীর্ঘদিন ধরে হতাশ হচ্ছে। সাধারণ মানুষের জন্য সরকারি বিভিন্ন ভাতা বালিতে  না বিলি করে না করে নিজের এলাকা তে করেন। শুধু তাই নয় উনি ক্লাবের জন্য বা গীতাঞ্জলী প্রকল্পে বাড়ি তৈরি প্রকল্পের টাকা বিতরণের ক্ষেত্রেও নয়ছয় করেছেন। যদিও সমস্ত বিষয়টি উড়িয়ে দিয়েছেন বৈশালী ডালমিয়া। তার অভিযোগ যে তফজিল আহমেদ এখন দলের পদে  নেই। তিনি বলেন কর্পোরেটের অভিজ্ঞতা সহ তিনি তাঁর সমস্ত কাজের কাগজপত্র তৈরি করে রেখেছেন ।তিনি বিপক্ষে অভিযোগ করে বলেন তফজিল বাবু নিজের কোর্টের কাজ নিয়ে ব্যাস্ত তাঁর সময় নেই দেখার বিধায়কের কাজগুলি এবং তাঁর এলাকায় যে বিরোধী দলের অফিস হচ্ছে এবং অন্যান্ন নানা দুর্ঘটনা হয়েছে অতীতে সেইগুলির অপর নজর নেই ।তিনি আরও বলেছেন যে বৃদ্ধ ভদ্রমহিলা কাগজ ও অর্থের কথা বলেছেন তিনি জানিয়েছেন তিনি অতীতের বিধায়ককে কাগজ দিয়েছেন তারপর আর তাঁকে দেখা যায়নি ।{ads}

Bally Howrah baishali dalmiya baishali dalmiya mla trinamool bali constituency assembly mamata banerjee2021 assembly election west bengal opinion poll 2021 assembly election west bengal opinion pol

Last Updated :