header banner

ধর্মঘটকে সফল করতে অবরোধ বালিখাল 

article banner

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সাত দফা দাবির ভিত্তিতে সারা ভারতব্যাপী ধর্মঘটের জেড়ে আজ উত্যপ্ত বাংলা। জায়গায় দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ভাবে অবরোধের চিত্র। কোথাও কোথাও যানবাহন চলাচলের আভাস পাওয়া গেলেও নিয়মিতভাবে চলাফেরার অভ্যাসে বিঘ্ন ঘটিয়ে বালিখালে বনধকে সমর্থন করতে বাম এবং কংগ্রেসের মিলিত উদ্যোগে কুড়ি মিনিটের অবরোধ চোখে পড়লো।


বালিখালের বিভিন্ন প্রান্তে নজরে আসছে বনধ সমর্থকদের পথ আটকানো এবং সম্মিলিতভাবে মিছিলের চিত্র। রাস্তার মাঝে মাঝে মাঝে কর্মী সমর্থকদের যান চলাচলে বাধা দেওয়া ধীরে ধীরে সৃষ্টি করছে সাময়িক অচলাবস্থার। বাস ডিপো এবং গাড়ির স্ট্যান্ড গুলোতেও চোখে পড়ছে একই অবরোধের চিত্র। গোটা দেশে কৃষিক্ষেত্র থেকে শুরু করে রেল এবং অন্যান্য ক্ষেত্রে বেসরকারিকরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে মিলিত প্রয়াসে রেলপথ এবং সড়কপথে নেমেছে খেটে খাওয়া মানুষ। শ্রমজীবী সম্প্রদায়ের নানান সমস্যা এড়িয়ে যাওয়ার বিরুদ্ধেই এই বনধের দাবি কর্মী সমর্থকদের।
রাস্তায় বেরোনো প্রত্যেকটি মানুষকেই খুব স্বাভাবিকভাবেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যানবাহনের বিক্ষিপ্ত চলাচলে বিপাকে পড়েছে বহু মানুষ। তবে, সাময়িকভাবে সমস্যা তৈরী হলেও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের উদ্যোগে বনধের কারণ হিসেবে উল্লিখিত বিষয়গুলো যে স্বাভাবিকভাবেই আলোচনার যোগ্যতা এড়িয়ে চলা সম্ভব নয়।{ads}

Indian Railway Rail Blockade all india strike 2020 all india strike today all india railway news india railway bharat bandh news today bharat bandh bharat bandh today bangla news news bangla

Last Updated :