header banner

Asim Banerjee : টাকার জন্য দেহ আটকে রাখায় নিষেধাজ্ঞা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন ধরেই চলছিল টালবাহানা। হাসপাতালে প্রিয়জনের মৃত্যু হয়েছে। কিন্তু আর্থিক কারণে সমস্ত টাকা পরিশোধ করতে পারছে না। এই অবস্থায় হাসপাতাল মৃতদেহ ছাড়ছেনা না- এই অভিযোগ দীর্ঘদিনের। এবার তা বন্ধ হতে চলেছে। সোমবার এক নির্দেশিকা নিয়ে স্বাস্থ্য কমিশনের (Health Commission) চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় (Asim Banerjee) বলেন, “কোনও রোগী যদি হাসপাতালে মারা যান, তাহলে দ্রুত দেহ ছাড়তে হবে। টাকার জন্য দেহ আটকে রাখা যাবে না। আমাদের আইনেই তা রয়েছে। তারপরও এদিন আবার স্মরণ করে দিয়েছি। যদি ৫ ঘণ্টার বেশি মৃতদেহ আটকে রাখা হয়, আমরা ব্যবস্থা নেব।”

{link}

প্রসঙ্গত, গত ১২ অগস্ট একবালপুরে (Ekbalpur) এক বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর পর ১৫ ঘণ্টা দেহ আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এদিন এই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য কমিশন। কোনও কারণে মৃতদেহ ছাড়তে ৫ ঘণ্টার বেশি সময় লাগলে, যথাযথ নথি রাখতে হবে। কমিশনকেও এই বিষয়ে জানাতে হবে। স্বাস্থ্যবিমার টাকা না পৌঁছনোর জন্যও অনেক সময় মৃতদেহ আটকে রাখা হয়। এই নিয়েই এবার নির্দেশিকা জারি করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন বা স্বাস্থ্য কমিশন।

{link}

নির্দেশিকা বলা হয়েছে, রোগীর মৃত্যুর পর যত দ্রুত সম্ভব মৃতদেহ ছাড়তে হবে। সর্বোচ্চ ৫ ঘণ্টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। তা না হলে সংশ্লিষ্ট হাসপাতাল কিংবা নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। কমিশনের নির্দেশ না মানলে হাসপাতালের লাইসেন্সও বাতিল হতে পারে। স্বাভাবিক কারণেই অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলছে নাগরিক মহল। সকলেই স্বাস্থ কমিশনের এই সিদ্ধন্তকে স্বাগত জানিয়েছে।

{ads}

 

News Breaking News Asim Banerjee Health Commission সংবাদ

Last Updated :

Related Article

Latest Article