header banner

Cooch Behar : শিব রাত্রিতে সেজে উঠেছে বাণেশ্বর শিবমন্দির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আগামীকাল অর্থাৎ ২৬ তারিখ মহাশিবরাত্রি (Maha Shivratri)। হিন্দুদের কাছে এই দিনটি খুবই পবিত্র। বাংলার বিভিন্ন শিবমন্দিরে এদিন প্রচুর ভক্তের সমাগম ঘটে। কোচবিহারের (Cooch Behar) অন্যতম শিবমন্দির হলো বাণেশ্বর শিবমন্দির (BANESWAR SHIV MANDIR)। এই মন্দিরকে কেন্দ্র করে বহু অজানা রহস্য রয়েছে। তবে এই শিব মন্দিরের বছরের বিভিন্ন সময় ভিড় জমান বহু ভক্তরা।

{link}

তবে বিশেষ কিছু পুজোর তিথির সময় ভক্তদের ভিড় বেড়ে ওঠে কয়েকগুণ। এমনই একটি বিশেষ তিথির নাম শিব রাত্রি। এই শিবরাত্রিকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করে প্রতিবছর। এই বছরেও সেই উদ্দীপনার বিন্দুমাত্র খামতি নেই। মূলত এই কারণেই বাণেশ্বর শিব মন্দিরকেও সাজিয়ে তোলা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে। নিরাপত্তার ভালো ব্যবস্থা করা হয়েছে। কাল সারাদিন প্রচুর পুলিশ থাকবে ওই মন্দিরে।

{link}

বানেশ্বর শিব মন্দিরের কেয়ারটেকার অচিন্ত্য ঠাকুর জানান, “প্রতিবছর শিবরাত্রিতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে বানেশ্বর মন্দিরে। বছরের এই বিশেষ তিথিতে সারারাত ধরে চলে এই বিশাল আয়োজন। রাত্রিতে পুজোও করা হয়ে থাকে। মূলত সেই কারণেই বাণেশ্বর শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয় বিশেষ ভাবে। তবে এবারে সুরক্ষার বিষয়টি আরেকটু ভাল করে দেখা হচ্ছে। সেজন্য বাঁশের ব্যারিকেড করা হয়েছে। মহিলাদের ও পুরুষদের লাইন আলদা করা হবে। এছাড়া সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে এই মন্দির চত্বরে।" সব মিলিয়ে বেশ সাজো সাজো রব মন্দিরকে কেন্দ্র করে।

{ads}

News Breaking News Maha Shivratri Cooch Behar BANESWAR SHIV MANDIR সংবাদ

Last Updated :