আজ হাওড়ার দাশনগরের আলো মোহন দাস ক্রীড়া সংস্কৃতি স্টেডিয়ামে প্রায় ৮০০০ এর বেশি মহিলাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হলো হাওড়া জেলা বঙ্গ জননী বাহিনীর সম্মেলন।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের জেলা বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী ডঃ কাকলী ঘোষ দস্তিদার, হাওড়া জেলা বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী দ্বিপান্বিতা ঘোষ এবং অন্যান্য সদস্যরা। নেতৃত্ব দিয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র শ্রী বিভাষ হাজরা।
হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মন্ত্রী লক্ষী রতন শুক্লার হাত দিয়ে এই উদ্যোগের শুভ সূচনা হয়। এই বঙ্গজননী বাহিনী যে ধীরে ধীরে ভবিষ্যতে তৃনমূলের এক অন্যতম শক্তি হয়ে উঠবে তা অনুমান করা খুব কঠিন কাজ নয়।
{ads}