header banner

Sundarbans : বাংলাদেশি পণ্যবাহী জাহাজেই দূষিত হচ্ছে সুন্দরবন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সুন্দরবনের সামগ্রিক পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। আর এর জন্য দায়ী প্রধান বাংলাদেশি জাহাজ। দেশের অন্যতম বড় সম্পদ সুন্দরবন (Sundarbans)। এখানে যেমন অসংখ্য বন্যপ্রাণীর বসবাস, তেমনই এই বিশাল অরণ্য পরিবেশের ভারসাম্য অনেকটাই রক্ষা করে। তাই সুন্দরবনের পরিবেশ দূষণে হতে পারে বড় বিপদ।

{link}

কিন্তু পরিবেশবিদদের সেই আশঙ্কাকে এক প্রকার উড়িয়ে দিয়েই এই বাদাবনের বুক চিরে প্রতিদিন চলছে অসংখ্য আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ। যার ফলে ক্রমেই দূষিত হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের অসংখ্য ছোট ও বড় নদীবাঁধও। এমন অভিযোগেই এবার সরব হয়েছেন সুন্দরবনবাসী। তাঁদের দাবি, সুন্দরবনকে রক্ষা করতে হলে আন্তর্জাতিক এই জলপথের পরিবর্তন এবং নিয়ন্ত্রণ দরকার। এই জলপথের উপর নজরদারি বাড়াতে হবে। এদিন সুন্দরবনবাসীর দাবির সঙ্গে সুর মিলিয়েছেন সুন্দরবনের জনপ্রতিনিধিরাও।

{link}

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, সুন্দরবনের বুক চিরে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক জলপথ দিয়ে দিনে শতাধিক বাংলাদেশি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। সুন্দরবনের নদীপথ পার হতে ওই জাহাজগুলোর দীর্ঘক্ষণ সময় লাগে। ফলে জাহাজের জ্বালানির ধোঁয়ায় সুন্দরবনের পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়াও ওই সময় নদীতে জাহাজের বড় বড় ঢেউয়ের ধাক্কায় নদীবাঁধগুলো দুর্বল হয়ে যাচ্ছে। বহু জায়গায় নদীবাঁধ ভেঙে যাচ্ছে।

{ads}

News Breaking News Sundarbans সংবাদ

Last Updated :