header banner

গ্যাস কাটারে কাটছাঁট ১৮ লাখ

বাগনানের বাইনান বড়পোল এলাকায় সকালবেলা প্রাতঃভ্রমণের সময় চোখে পড়ল এক চাঞ্চল্যকর ঘটনা। এলাকায় অবস্থিত ব্যাংক অফ বরোদার পাশে থাকা এটিএম মেশিন থেকে সোমবার রাতে লুঠ হয়ে যায় প্রায় ১৮ লাখ টাকা। পুলিশী সূত্রে খবর, রাত একটা থেকে দুটোর মধ্যে ঘটে এই ডাকাতি।

স্থানীয় এলাকাবাসীদের প্রথমে চোখে পড়ে মেশিনের সামনের অংশটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, গ্যাস কাটার ব্যাবহার করে মেশিনের নিচের অংশ কেটে মাত্র ১২ মিনিটের মধ্যে টাকা লুঠ করা হয়েছে। প্রমান হিসেবে চোখে পড়ে মেশিনের সামনে ঝলসে যাওয়া কালো দাগ। ফুটেজ অনুযায়ী, চারজন দক্ষ দুষ্কৃতী জড়িয়ে আছে এই ডাকাতির সঙ্গে। প্রথমে স্থানীয় মানুষের নজরে আসে পুরো বিষয়টি এবং তারপরেই খবর দেওয়া হয় বাগনান থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যাংকের কর্মকর্তারা এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানায়।

বড়পোল এলাকাটি মুম্বাই রোড থেকে প্রায় দশ মিনিট ভিতরে অবস্থিত। তাই পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি মুম্বাই রোডের সামনে ঘটলে কোন দল জড়িয়ে আছে তা নিয়ে একটা প্রাথমিক অনুমান পাওয়া যেত। তবে, নজরে আসার পড়েই তদন্ত শুরু করে বাগনান পুলিশ। বাইরের কোনো ব্যাক্তি এই ঘটনার সঙ্গে জড়িত নাকি স্থানীয় কেউ  সেটাই খতিয়ে দেখা হবে প্রাথমিক তদন্তে।   

{ads}

 

Bank Robbery Bagnan West Bengal

Last Updated :