header banner

সাতসকালে ফের বাঁকুড়ায় গজরাজের দেখা

article banner

বাঁকুড়ায় জনবসতিপূর্ন এলাকায় ফের আবির্ভাব গজরাজের। সাতসকালে পত্রসায়র থানার সাহাপুর গ্রামে  আবির্ভাব ঘটে একটি পূর্নবয়সস্ক হাতির, স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। কিন্তু এবারের চিত্রটা একটু অন্যরকম,  সাথে হাতির চালচলনও। একেবারে গায়ের কাছে চলে গেলেও কোন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে হাতির পক্ষ থেকে। এই পিছনে ঠিক কারন রয়েছে তা এখনও বোঝা যায়নি, তবে স্থানীয় গ্রামবাসীদের অনুমান এই বন্য হাতিটি কোন কারনে আহত হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দীপঙ্কর সরকার বলেন, হাতিটিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে অসুস্থ। বিষয়টি আমাদের নজরে আসায় আমরা বনদপ্তরে জানাই। খবর পেয়েই সেখানে উপস্থিত হয় বনদপ্তরের লোকজন। আরেক স্থানীয় বাসিন্দা লক্ষন মাঝি জানান হাতিটা অসুস্থ সে কারনেই আমরা সকাল থেকে আগলে রেখেছি হাতিটাকে। বনদপ্তর আসার পর, বনদপ্তরের পক্ষ থেকে বীরসিংহ বিটের বিট অফিসার উত্তম মাহাতো জানিয়েছেন, হাতির অসুস্থতার বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। হাতিটির শরীরে কোন আঘাতের  চিহ্ন না থাকলেও কান দিয়ে জল বেরোচ্ছে বলে জানিয়েহেন তিনি। এই মুহূর্তে হাতিটিকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে হাতিটী গ্রামের কোনরকম ক্ষতি করেনি। 

{ads}

Bankura Animals Forest Patrasayar Sahapur Village Elephant West Bengal India

Last Updated :