header banner

কয়লা পাচার কান্ডে সিবিআইয়ের ৮ ঘন্টার জেরা আইসি অশোক কুমার মিশ্রাকে

article banner

কয়লা পাচার কান্ডে সিবিআই টানা ৮ ঘন্টা জেরা করা করল বাঁকুড়ার আইসি অশোক কুমার মিশ্রা কে। সূত্রের খবর নিজাম প্যালেস এর সিবিআই দপ্তরে তাকে জেরার জন্য দুবার নোটিশ পাঠানো হয়। প্রথম নোটিশে না এলেও দ্বিতীয় নোটিশে নিজাম প্যালেশে হাজির জন বাঁকুড়ার পুলিশের এই কর্তা। 


৮ ঘন্টার মোট তিন দফা জেরা করা হয় সিবিআই-এর পক্ষ থেকে। সূত্রের খবর জেরায় সিবিআই-এর করা অধিকাংশ প্রশ্নেরই জবাব দেননি তিনি। এড়িয়ে যান প্রশ্নের উত্তর। যার ফলে অশোক কুমার মিশ্রার প্রশ্নের উত্তরে যে সিবিআই সন্তুষ্ট নয়, সে কথা স্পষ্ট। প্রয়োজনে তাকে জেরা করার জন্যে আবারও ডাকা হবে বলে সূত্রের খবর রয়েছে। যার ফলে বাস্তবিক ভাবেই যে এই কয়লা পাচার কান্ডের তদন্ত যে এখনও বেশ কিছুদিন চলতে চলেছে তাও বোঝা যাচ্ছে। এরপর কোন দিকে মামলার তদন্তের মোড় ঘুরতে চলেছে সেই দিকেই নজর রয়েছে সাধারন জনগনের। 

{ads}
 

Bankura Bankura Police IC Ashoke Kumar Mishra Coal Smuggling Case CBI Investigation Nizam Palace West Bengal India

Last Updated :