শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রথা ও রীতি অনুযায়ী পয়লা বৈশাখের দিন সকালে শুরু হলো বার পুজো। এদিন নদীয়ার নবদ্বীপ সেবক সমিতির মাঠে সকাল থেকেই উৎসবের মেজাজ। ভাগীরথী নদীর ধারে বালুকাময় মাঠে শয়ে শয়ে ক্ষুদে ফুটবলার থেকে শুরু করে সমস্ত বয়সের ফুটবল খেলোয়াড় সহ প্রাক্তন খেলোয়াড়েরাও এদিন অংশ নিল বার পুজো অনুষ্ঠানে। বছরের প্রথম দিনে সমস্ত খেলোয়াড়দের একটাই সংকল্প আগামীতে আরো ভালোভাবে যাতে বড় দলে জায়গা হয় এবং সুনামের সাথে ফুটবল খেলতে পারে।
{ads}
Last Updated : a year ago