শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আজ, ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বারাসতের কলোনি মোড় ও চাঁপাডালি মোড় সংযোগকারী ফ্লাইওভার সংস্কারের কাজ। আর তাই ট্রায়াল রান থেকে শিক্ষা নিয়ে বারাসত জেলা পুলিশের তরফে জেলা সদর শহরের বুক চিরে যাওয়া দুটি ন্যাশনাল হাইওয়ে যানজট মুক্ত রাখতে গ্রহণ করা হল একাধিক পদক্ষেপ। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ২০ সপ্তাহের জন্য যাননিয়ন্ত্রণ করে সংস্কারের কাজ করবে পিডব্লিউডি (PWD)।
{link}
ফলে বৃহত্তর স্বার্থে কিছুটা ভোগান্তি হবে যাত্রীদের। তবে সম্পূর্ণ বন্ধ রেখে নয়, প্রতি শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৩টে পর্যন্ত চলবে এই সংস্কারের কাজ। প্রশাসনের ধারণা এই কাজ শেষ হলে জ্যামজট অনেকটাই কাটবে। তবে কাজের দীর্ঘ সময় নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এভাবে সংস্কারের কাজ হওয়ার কারণেই প্রায় পাঁচ মাস আংশিকভাবে ফ্লাইওভার বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। বারাসত রেল স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের উপর দিয়ে তৈরি এই উড়ালপুলটি ৩২টি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। প্রতিটি পিলারের সঙ্গে রয়েছে বিয়ারিং।
{link}
মূলত এই বিয়ারিংগুলিই সংস্কার করা হবে। তাই ফ্লাইওভারের যে পিলারগুলিতে কাজ হবে, সেদিন ওই পিলারের নিচের হকারদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকেই সরে গেছেন। পুলিশের নিরাপত্তায় সংস্কারের কাজ শুরু হয়েছে। ফ্লাইওভারের উপর দিয়ে বারাকপুর, জাগুলি ও নৈহাটি এই তিনটি রুটের বাসও চলাচল করে। এই সময়ের জন্য তিতুমীর বাসস্ট্যান্ডের বদলে অস্থায়ীভাবে ময়না এলাকায় বাস টার্মিনাস করা হবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে। প্রতি শনি এবং রবিবার ফ্লাইওভার বন্ধের দিনে এই তিন রুটের বাস বারাসতের হেলাবটতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
{ads}