header banner

Malda : মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃতীয় দফায় আগামী ৭ মে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি মালদা জেলার দুইটি আসনেও অনুষ্ঠিত হবে নির্বাচন। মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়। আমের জেলায় আম গাছ, বিভিন্ন ধরনের আমের মডেল ও ফজলি বাবুর মডেল বানানো হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হবে বার্লো বালিকা উচ্চ বিদ্যালয় বুথেও। তাই মডেল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বুথ টিকে।শিল্পী বটুক ভৈরব চৌধুরী জানিয়েছেন, আমের মডেল, গাছ সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বুথ টিকে। যেহেতু আমার জেলা তাই বিভিন্ন ধরনের আমের মডেল থাকবে বুথে।

{ads}

News School Model Booth Malda West Bengal Mangoes Barlow Girls’ High School Mangoes Model Fazli Babur Model Summer Election Election 2024 Politics Politician Vote Voter Lok Sabha Elect

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article