header banner

ঘন কুয়াশার কারনে সাগরের কচুবেড়িয়াতে মাঝ নদীতে দিকভ্রষ্ট যাত্রী বোঝাই ভেসেল

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: ঘন কুয়াশা জেনে বিপত্তি।প্রশাসনের নজর এড়িয়ে ঘন কুয়াশার মধ্যে লড নম্বর ৮ থেকে যাত্রী নিয়ে তিনটি ভেসেল কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঘন কুয়াশা জেরে দিকভ্রষ্ট হয়ে যায় ভেসেল গুলি। যাত্রী বোঝাই ভেসেল মুড়িগঙ্গা নদীতে দিকভ্রষ্টের মতন এদিক-ওদিক ঘুরতে থাকে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়াতে। প্রশাসনের সহযোগিতায় বহু কষ্টে দুটি ভেসেল গন্তব্যস্থলে পৌঁছালেও এখনো পর্যন্ত একটি ভেসেল ঘন কুয়াশার কারণে নদীতে কোন একটি জায়গায় আটকে রয়েছে তা জানা যায়নি। ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। ভেসেল কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে নদীতে আটকে থাকা ভেসেলের খোঁজ চালানো হচ্ছে।

{link}

ভেসেল কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে জানা যায় ঘন কুয়াশার কারণে সকাল থেকে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।তারি মধ্যে তিনটি ভেসেল প্রশাসনের নজর এড়িয়ে পারাপারের কাজ শুরু করে। নদীতে ঘন কুয়াশা থাকার কারণে একটি ভেসেল দিক হারিয়ে নদীর কোন একটি জায়গাতে আটকে রয়েছে। ইতিমধ্যেই খোঁজ চালানো হচ্ছে আটকে থাকা ওই ভেসেলটির।প্রশ্ন উঠছে প্রশাসনের নজর এড়িয়ে ঘন কুয়াশার মধ্যে কেনইবা চালু করা হলো ভেসেল পরিষেবা? ভেসেল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যেহেতু গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে এই মুহূর্তে লট নাম্বার ৮ ভেসেল ঘাটে প্রায় তিন থেকে চার হাজার পুণ্যার্থী দাঁড়িয়ে রয়েছে তাই কুয়াশা পরিষ্কার হলেই পুনরায় শুরু হবে যাত্রী পারাপারের কাজ। ভেসেল কর্তৃপক্ষ নজর এড়িয়ে কেনই বা তিনটি ভেসেল যাত্রী বোঝাই করে রহনা দিয়েছিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

{ads}

news Vessel South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :