header banner

Murshidabad : রাস্তায় গড়গড়িয়ে চলছে ‘খাট-গাড়ি’

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমাদের দৈননদিন ব্যবহারের খাট, কিন্তু গাড়িও বটে। এমনিতেই রাস্তাজুড়ে মোটরবাইক-সহ অন্যান্য অন্যান্য গাড়ির ভিড়। তার মধ্যেই রাস্তায় বিছানা পাতা সুসজ্জিত আস্ত একটা কাঠের তৈরি খাট গড়িয়ে যাচ্ছে দেখে পথচলতি মানুষের কৌতূহল তুঙ্গে উঠেছিল। তারা এই আজব জিনিস,আগে কখনও দেখেননি!

{link}

কীভাবে চলছে খাট? কীসের চাকা? এমন হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাঁদের মনে। রাস্তা দিয়ে খাট চলছে গড়গড়িয়ে। যার সামনের দু’পাশে রয়েছে দুটো ব্যাক মিরর, রয়েছে স্টিয়ারিং, ব্রেক, চাকা। কিন্তু খাটের উপরে খুঁজলে তাদের দেখতে পাওয়া মুশকিল। রয়েছে লুকিয়ে। যার সুবাদে গড়গড়িয়ে চলছে খাট-গাড়ি! যা দেখতে ভিড় জমিয়েছেন কৌতূহলীরা। মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর বাজার থেকে ডোমকল পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় বারবার যাতায়াত করছিল খাট-গাড়ি। ফলে তৈরি হচ্ছিল যানজট।

{link}

বাধ্য হয়ে রানিনগরের পুলিশ চলমান খাটের মালিককে ডেকে নির্দেশ দেয়, “ইদের জন্য রাস্তায় এমনিতেই ভিড়। তার মধ্যে এই আজব খাট বের করায় রাস্তায় আরও ভিড় হচ্ছে। আপনি খাট নিয়ে বাড়ি যান।” কিন্তু খাটের মালিক ডোমকলের শম্ভুনগরের নবাব শেখ তো চান ভাইরাল হতে। আর তাই গত দেড় বছরের চেষ্টায় ওই চলমান খাট তৈরি করেছেন! নবাব শেখ জানান, “বিদ্যালয়ের গাড়ি চালাতে চালাতেই মাথায় ভাবনা আসে। পড়াশোনা তো তেমন হল না। কিন্তু এমন একটা জিনিস তৈরি করব যার ভিত্তিতে মানুষ আমাকে চিনতে পারেন।” যেমন ভাবনা, তেমন কাজ।

{ads}

News breaking News Murshidabad Bed car সংবাদ

Last Updated :