শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আসামে (Assam) নিষিদ্ধ হলো গোমাংস কেনা, বিক্রি ও খাওয়া। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) জানান, রাজ্য ক্যাবিনেট বৈঠকেই গোমাংস পরিবেশনে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই আইনেও পরিবর্তন আনা হবে এবং নতুন এই বিধিগুলির সংযোজন করা হবে।
{link}
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অসমে কোনও হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস বিক্রি করা হবে না। কোনও অনুষ্ঠানে পরিবেশন বা প্রকাশ্যে বিক্রিও করা যাবে না গোমাংস।” প্রসঙ্গত, অসমে গোমাংস নিষিদ্ধ না হলেও, অসম গো সংরক্ষণ আইন ২০২১ অনুযায়ী, হিন্দু, শিখ বা জৈন অধ্যুষিত এলাকায় গো-হত্যা ও গোমাংস বিক্রি নিষিদ্ধ।
{link}
এছাড়া মন্দির বা ধর্মীয় স্থানের ৫ কিলোমিটারের মধ্যেও গোমাংস বিক্রি করা যেত না। সেই আইনকেই আরও কড়া ভাবে প্রয়োগ সরু হলো। আইনের শাস্তির বিধানও আনা হচ্ছে। প্রকাশ্যেও নিষিদ্ধ গোমাংস বিক্রি। গরুর মাংস বিক্রি বা পরিবেশন করতে ধরা পড়লেই কড়া শাস্তি। বুধবার এই নতুন নিয়ম ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই নতুন বিধান কিন্তু মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ বলেই অনেকে মনে করছেন।
{ads}