header banner

শুভেন্দুর সভার আগেই আদি ও নব্য বিজেপির লড়াইয়ে রক্তাক্ত নন্দীগ্রাম, গ্রেফতার ৪

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:  রক্তাক্ত নন্দীগ্রাম! তৃণমূল ও বিজেপি সংঘর্ষ নয়, এবার বিধায়ক শুভেন্দু অধিকারীর এলাকায় নব্য বিজেপি ও আদি বিজেপি সংঘর্ষে ঝরলো রক্ত। ঘটনায় জখম অবস্থায় দুই মহিলা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এখনও পর্যন্ত পুলিশ ৪ অভিযুক্তকে পাকড়াও করেছে।  বৃহস্পতিবার অভিযুক্তদের হলদিয়া মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে।  আদি ও নব্য বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে লড়াইয়ে নতুন করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম বিধানসভার তারাচাঁদবাড় গ্রামে।  তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার ১০ই নভেম্বর উপলক্ষে নন্দীগ্রামের শহীদ স্মরণে সভা শুভেন্দু অধিকারীর  তার আগেই আদি ও নব্য বিজেপির লড়াইয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। 

{link}
ঘটনার সূত্রপাত, বুধবার বিকেলে নন্দীগ্রামে তারাচাঁদবাড় গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে আদি ও নব্য বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। তারপরে হাতাহাতি ধারালো অস্ত্র দিয়ে মারপিটের আকার ধারন করে। রক্তাক্ত হয়ে ওঠে পরিস্থিতি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট তথা তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক মেঘনাদ পালের আদি বিজেপি কর্মী আশিশ দাসের অনুগামীদের সঙ্গে বচসা শুরু হয়। আদি বিজেপি নেতা আশিস দাসের দুজন মহিলা সদস্য গুরুতর জখম হন। মাথাও ফেটে যায়। তাদেরকে উদ্ধার করে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। 

{link}
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় নন্দীগ্রাম থানার পুলিশ।  চারজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এলাকায় টহল দিতে শুরু করে পুলিশ। পরে এই ঘটনায় নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতারা। নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন "শুভেন্দু অধিকারীকে আদি বিজেপি কর্মীরা মানতে পারছেন না। অনেকে জোর করে বিজেপি করে দেওয়া হয়েছিল। দুই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে "যদিও গোষ্ঠী কোন্দল মানতে নারাজ বিজেপি নেতৃত্বরা। তমলুক সাংগঠনীক জেলার বিজেপির সভাপতি তপন ব্যানার্জি বলেন "আদি নব্য বলে বিজেপির মধ্যে কিছুই নেই। নন্দীগ্রামে বিজেপির পক্ষে মানুষ রয়েছে। তৃণমূল কংগ্রেস নতুন করে মাটির খোঁজার চেষ্টা করছে। ওরা গোষ্ঠী কোন্দলে জর্জরিত। তাই বিজেপি কর্মীদের মানে চালানোর চেষ্টা করছে"
{ads}

news Nandigram Suvendu Adhikari BJP West Bengal সংবাদ

Last Updated : 2 years ago