header banner

মর্ত্যে মা এর আগমনের আগেই হাওড়ায় চলছে মা দুর্গার চিত্র প্রদর্শনী

article banner

শান্তনু চক্রবর্ত্তী, হাওড়া: মা দুর্গার মর্তে আগমণের আর বাকি মাত্র হতে গোনা কয়েকটা দিনই। যদিও মহালয়ার আগেই কলকাতার বেশ কয়েকটি পূজামণ্ডপের দরজা খুলে গিয়েছে সাধারণ মানুষের জন্য । কিন্তু গঙ্গার ঠিক উল্টোদিকেই হাওড়ার ছবিটা সম্পূর্ণ ভিন্ন । বড়ো হোক বা ছোট, জেলার সব পুজো মণ্ডপেই এখন জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

{link}

তবে জেলার মধ্যেই পুজোর প্রক্যালে মা দুর্গার দর্শনের ব্যবস্থা করে দিয়েছে হাওড়ার ঘোষপাড়ার আনন্দী আর্ট গ্যালারি । যদিও এখানে মা দুর্গার রূপটি কিন্তু মাটির তৈরি নয় । বরং তৈরী শিল্পীর তুলির ছোঁয়ায় । চিত্রশিল্পীদের ক্যানভাসে ফুটে উঠেছে মা দুর্গার নানান রূপ । কোথাও মা দুর্গাকে কে দেখানো হয়েছে উমা রূপে তো কোথাও মা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন হাতা - খুন্তি হাতে গৃহিণী রূপে ।  পুজোর প্রাক্যালে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে সৌমিত্র কর , মলয় সাহা , দ্যুতিমান ভট্টাচার্যের মত শিল্পীদের আঁকা ছবির পাশাপাশি মোট ২৮ জন শিল্পীর ছবি । বর্ধমান, বারাসাত ,পূর্বমেদিনীপুরের শিল্পীদের আঁকা ছবির সাথে সূদুর কানাডা থেকে শিল্পীরাও এই প্রদর্শনীতে তাদের ছবিতে মনের ভাব প্রকাশ করেছেন ।

{link}

প্রদর্শনীর বিষয়ে গ্যালারির কর্ণধার রাখী জানা বলেন , " এই গ্যালারিতে সারাবছরই দেশ বিদেশের নানান শিল্পীদের প্রদর্শনী লেগে থাকে । পুজোর আগেই যেভাবে এতজন শিল্পীর মনের ভাব তাদের তুলির আঁচড়ে আনন্দিতে প্রকাশ পেয়েছে তা ভেবে সত্যিই দারুন লাগছে । " ভবিষ্যতে আরও দেশ বিদেশের শিল্পীদের নিয়ে এইরকম প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

{ads}

news Howrah Art Exhibition Drawing Devi Durga Durga Puja সংবাদ

Last Updated :