শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভিক্ষের টাকায় যাদের দিন গুজরান হয় এবার তারাও তিলোত্তমার বিচারের দাবীতে একজোট হলেন। যাতে অর্থের অভাবে নাগরিকদের লড়াই আন্দোলন থেমে না যায় তার জন্য দলবেঁধে আর্থিক সাহায্য করলেন জলপাইগুড়ি (Jalpaiguri) নাগরিক সংসদের সদস্যদের। এমনই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো শহর জলপাইগুড়ি।
{link}
জলপাইগুড়ি ডিবিসি রোড এলাকায় রয়েছে একটি বহু প্রাচীন শনি মন্দির। প্রতি শনিবার পূজো দিতে সকাল থেকে প্রচুর ভিড় হয়। তাই সেখানে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভিখিরিরা আসে। সেখানে পূজো দিতে গিয়েছিলেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যা দীপা সরকার (Deepa Sarkar)।
{link}
পূজো শেষ করে তিনি ভিখিরিদের (beggars) ভিক্ষা দিচ্ছিলেন। তার হাতে ছিলো নাগরিক সংসদের কুপন। সেই কুপন দেখে ভিখিরিরা তাকে জিজ্ঞেস করেন এটা কি। তিনি বিস্তারিত খুলে বলেন। এরপর ভিখিরিরাও এগিয়ে এসে বলেন আমরা সবাই আর্থিক সাহায্য করবো। এরপর এক প্রতিবন্ধী ভিখিরি সহ একে একে মোট ১৫ জন ভিখিরি কুপন সংগ্রহ করেন। বিষয়টি জানাজানি হতেই আলোড়ন তৈরি হয় জলপাইগুড়ি শহরে।
{ads}