header banner

আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত বেলুড় মঠের কোভিড সেফ হোম, পরিষেবা শুরু ১লা জুন থেকে

article banner

কোভিড মোকাবেলায় সেফ হোম চালু করার কথা বেলুড় মঠ বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছিল।  আগামী পয়লা জুন থেকে ৫০ বেডের যে সেফ হোম চালু রুগী দের জন্য খুলে দেওয়া হবে তা সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানানো হয়েছে মঠের তরফ থেকে।  আজ মঠের আচার মেনে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রীমাকে পূজা নিবেদন করে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সেটির। রোগী আসা শুরু হবে পয়লা জুন মঙ্গলবার থেকে। আজ সারদা পীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ এবং অন্যান্য সন্ন্যাসীরা এই সেফ হোমের পুরো ব্যবস্থা খতিয়ে দেখেন। সব মিলিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের নির্মিত এই সেফ হোম বেলুড় এবং পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের কাছে এক বিশাল প্রাপ্তি বলে মনে করছেন সমাজের এক অংশের মানুষ। 

{link}
এহেন কোভিড বিপর্যয় চলাকালীন একাধিক বার একাধিক পদক্ষেপের মাধ্যমে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। এর আগেই কম পয়াসায় কোভিডের আরটি-পিসিয়ার টেস্ট কম পয়সায় করিয়ে দেওয়া ব্যাবস্থা করেছিলেন তারা। কিছুদিন আগেই বালি ও বেলুড় পার্শব্বর্তী অঞ্চলে চাকুরীহীন মানুষদের খাদ্যসামগ্রীয় তুলে দিয়েছিলেন তারা। কোভিড সেফ হোমের কথা ঘোষনা করা হয়েছিল বেশ কিছুদিন আগেই। আজ তারও শুভ উদ্বোধন হয়ে গেল। 
{ads}

Belur Math Belur Math covid safe home covid 19 coronavirus news West Bengal Howrah India Bali সংবাদ করোনা ভাইরাস কোভিড ১৯ বেলুড় মঠ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article