header banner

জীবে প্রেম করে যেই জন... সেই জন সেবিছে ঈশ্বর

article banner

একসময় স্বামীজী বলেছিলেন, “জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর”, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও অবিরামভাবে নিত্য মানুষের জন্য কাজ করে চলেছে বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন। বর্তমানে কোভিড মহামারীর কারনে নাজেহাল সারা দেশ। নিত্য স্বজনহারা হতে হচ্ছে বহু মানুষকে। সরকারি হাসপাতালে বেডের অভাব, তার পাশাপাশি বেসরকারি হাসপাতালের খরচা সামলে উঠতে পারছেন না অনেক আর্থিকভাবে স্বচ্ছল মানুষও। সেই মানুষের পাশে দাঁড়াতেই আবারও একবার এগিয়ে এলো বেলুড় মঠ কতৃপক্ষ। অত্যন্ত কম খরচে কোভিডের আরটি-পিসিআর টেস্ট করানো হবে বেলুড় মঠ শিক্ষনমন্দিরের পক্ষ থেকে। আগামী ১৭ই মে সোমবার থেকে চালু হবে পরিষেবা। আপাতত চলবে সপ্তাহে দুদিন। 

{link}
এর আগেও বিভিন্ন বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে বাংলা তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ এইও প্রতিষ্ঠানকে। হুদহুদ থেকে শুরু করে আমফান সব বিপদেই মানুষের পাশে ছিলেন তারা। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এর আগেও মানুষের পাশে দাঁড়াতে কোভিডের অস্থায়ী সেফ হোম নির্মান করেছেন তারা। সেখানে নিখরচায় আধুনিক প্রযুক্তির সাহায্যে সেবা পাচ্ছেন প্রায় ৫০ জন মানুষ। এদিন এভাবেই অসময়ে মানুষের পাশে দাঁড়াতে আরও একবার দেখা গেল বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনকে। 


{ads}

Covid-19 News coronavirus update covid-19 news Belur Math covid situation in India West Bengal India News Covid test RT-PCR test করোনাভাইরাস আপডেট সংবাদ

Last Updated :