header banner

মায়ের কক্ষে ফিরছেন আর এক মা

article banner

কালীপূজার পর করোনা পরিস্থিতির উপর নজর রেখে বেলুড়ে রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোতেও সাধারনের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঠের পক্ষ থেকে। বেলুড় মঠের ঐতিহ্যের এক অন্যতম অঙ্গ এই পূজা। এবার এই পূজা পদার্পন করল ৭৫ বছরে। এই বছরের পূজা অনুষ্ঠিত হবে মা সারদার প্রার্থনা কক্ষে। নব্বই এর দশক পর্যন্ত ওই কক্ষেই হতো মায়ের পূজো। তারপর থেকে আগের বছর অবধি পূজো হয়েছে প্রর্থনা কক্ষের পাশের কংক্রিটের বেদিতে।


যার ফলে এবার করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই নিজের পুরোনো  অধিষ্ঠান ক্ষেত্রে আসবেন দেবী জগদ্ধাত্রী। ২২শে নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের সন্ধারতির পর জগদ্ধাত্রী পূজোর অধিবাস হবে। ২৩শে নভেম্বর সারাদিন চলবে পূজো। ২৪শে নম্ভেম্বর সন্ধায় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা নিরঞ্জন। পূজোর সরাসরি সম্প্রচার দেখা যাবে সারদাপীঠ ও বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইটে। প্রতিবারের মতো সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরাই করবেন মায়ের পূজো।{ads}
 

Belur math Jagadhatri puja belur math durga puja 2020 belur math sandhya aarti belur math durga puja 2020 live jagadhatri stotram jagadhatri puja jagadhatri puja chandannagar chandannagar french co

Last Updated :