header banner

রামকৃষ্ণলোকে পূজনীয় স্বামী অকল্মষানন্দজী মহারাজ

article banner

ফের শোকের আবহ বেলুড় মঠে। রামকৃষ্ণ মঠ(বলরাম মন্দির) কেন্দ্রের অধ্যক্ষ পূজনীয় স্বামী অকল্মষানন্দজী মহারাজ করোনায়  আক্রান্ত হয়ে আজ রামকৃষ্ণলোকে যাত্রা করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। স্বাভাবিক ভাবেই এই সংবাদে শোকের আবহ নেমে এসেছে বেলুড় মঠে। কোভিডের কারনে প্রান হারালেন আরও এক শ্রদ্ধেয় মানুষ। 

{link}
গতবছর কোভিডের শুরুতে বেলুড় মটে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকজন মহারাজ। যে কারনে ভক্ত ও পূনার্থীদের কথা মাথায় রেখে বেলুড় মঠের দ্বার রুদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময়ে চলতি বছরে কোভিডের প্রথম ঢেউ মোটামুটি কেটে ওঠার পর কোভিড বিধি মেনেই খোলা হয়েছিল মঠ। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারনে তা ফের রুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় মঠ ও মিশন কতৃপক্ষের তরফ থেকে। এবং এখনও সেই দ্বার রুদ্ধ অবস্থাতেই রয়েছে। 
{ads}

Belur Math Ramkrishna Mission News West Bengal Swami Akalmashanandaji Maharaj Covid-19 News India

Last Updated :