header banner

জনগণের জন্য উন্মুক্ত হতে চলেছে বেলুড় মঠের দ্বার

article banner

 অবশেষে ঘটলো দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘদিন পর উন্মুক্ত হচ্ছে বেলুর মঠের প্রবেশ দ্বার। হাজার হাজার ভক্ত আবার স্পর্শ করতে পারবে স্বামীজির পদধুলি।ফের নিতে পারবে রামকৃষ্ণদেবের দুই যুগলের আশীর্বাদ।ইংরেজি মাসের ১০ই ফেব্রুয়ারী হল সেই শুভ দিন যেদিন উন্মুক্ত হতে চলেছে এই পুণ্যভূমির পুন্যদ্বার।তৃতীয় দফা লকডাউন উঠে যাওয়ার পর জুন মাসে খোলা হয় এবং টানা ৪৫ দিন খুলে রাখার পর ১লা আগঅবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, দীর্ঘদিন পর উন্মুক্ত হচ্ছে বেলুড় মঠের প্রবেশ দ্বার। হাজার হাজার ভক্ত আবার স্পর্শ করতে পারবে স্বামীজির পদধুলি।ফের নিতে পারবে রামকৃষ্ণদেবের দুই যুগলের আশীর্বাদস্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, আর তারপর এই আসছে ১০ তারিখ আবার খোলা হবে।মহারাজ জানান জুন মাসে খোলার পর দর্শনার্থীদের সংখ্যা খুব একটা বেশি ছিল না আবার খুব একটা কমও ছিলনা।ওখানে উপস্থিত বৃদ্ধ সন্ন্যাসীদের অনেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন, সেই সংখ্যাটা কম করেও প্রায় ১১১ জনের কাছাকাছি ছিল।আর সেই কারনেই আবার ১লা আগস্ট দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে বাধ্য হন।কিন্তু এখন প্রভুর অসীম কৃপায় এই মারণ ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রিত।ইতিমধ্যে যে দীর্ঘদিন বন্ধ ছিল বেলুড় মঠ, সেই সময়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে প্রাঙ্গণ।নতুনভাবে সাজাতে বিশেষ করে গ্রিন করার ওপর জোর দেওয়া হয়েছে।বাড়ানো হয়েছে সবুজের পরিমাণ।নানা রঙের ফুলে সেজে উঠেছে মন্দির চত্বর।খোলার পর প্রসাদ বিতরণ করা হলেও, বসে মায়ের প্রসাদ খাওয়ার যে ব্যাবস্থা ছিল, তা এখুনি পাবেননা ভক্তরা। তবে এই বিষয় ওনারা ভেবে দেখবেন এবং যথা সম্ভব সেই ব্যাবস্থাও করা হবে বলে জানিয়েছেন।সকাল সারে আটটা থেকে বেলা সারে এগারোটা পর্যন্ত আর অন্যদিকে দুপুর সারে ৩টে থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ।খোলা হবে না মিউজিয়াম।লাইব্রেরী খোলার ব্যাপারেও এখন তেমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি।


এছাড়াও মহারাজকে দর্শনার্থী প্রবেশের বাধ্যবাধকতার ব্যপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন এখানে আগত সকলকেই প্রবেশ করতে দেওয়া হবে কিন্তু মাস্ক বাধ্যতামুল্ক আর প্রবেশের সময় চেকিং করে নেওয়া হবে।আর আগত সকল দর্শনার্থীদের নিজেদের মধ্যে দুরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।জুনমাসে খোলার পর যেমন প্রত্যেকে এসে মন্দিরে দর্শন করে চলে যেতে হোতো এখন তারা ভিতরের চত্বরে থাকতেও পারবেন। ঘুরে দেখতে পারবেন মন্দির চত্বর।নিজের প্রভুকে দর্শন করতে থাকবে না আর কোন বাধা।পরিস্থিতির সাথে তালে তাল মিলিয়ে আবার আগের মতো সেজে উঠবে এই পুন্যস্থান। এই মিলন ক্ষেত্রে মিলন হবে লক্ষাধিক ভক্তের, রইল আর মাত্র কয়েকদিনের প্রতিক্ষা।          
 

 

{ads}

Belur Math Ramkrishna Dev Sarada Devi Swami Vivekananda Hindu Culture Hinduism Ramkrishna Mission Belur Howrah Maharaj Openning West Bengal India

Last Updated :