header banner

প্রয়াত রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ স্বামী বাগীশানন্দজী মহারাজ, শোকের ছায়া বেলুড়মঠে

article banner

গতকাল রাতে দেহত্যাগ করলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ স্বামী বাগীশানন্দজী মহারাজ। শনিবার সন্ধ্যায় বেলুড়মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয় "গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণতম সহ-অধ্যক্ষ (ভাইস-প্রেসিডেন্ট) পূজনীয় স্বামী বাগীশানন্দজী মহারাজ ১২.৩.২০২১ তারিখে সন্ধ্যা ৭.১০মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর" । শোকের ছায়া বেলুড়মঠে। 


গতকাল রাতেই জানানো হয় পূজনীয় মহারাজের পার্থিব শরীর শনিবার রাত ১০টা থেকে আগামীকাল (১৩.৩.২০২১) সকাল ৮.৩০ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা থাকবে। মহারাজের দেহ তারপরে বেলুড় মঠে নিয়ে আসা হবে এবং সংস্কৃতি ভবনে শায়িত থাকবে। ভক্ত ও অনুরাগীবৃন্দ কাল সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সেই মতোই প্রয়াত মহারাজকে শ্রদ্ধায় স্মরণ করতে আজ সকাল থেকেই আগমন ঘটে অগণিত ভক্তের। 


পূজনীয় মহারাজের পার্থিব শরীর শুক্রবার রাত ১০টা থেকে আজ শনিবার সকাল ৮.৩০ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা ছিল। মহারাজের পূত দেহ এরপরে বেলুড় মঠে নিয়ে আসা হয়। মঠের সংস্কৃতি ভবনে এখন দেহ শায়িত রয়েছে। ভক্ত ও অনুরাগীবৃন্দদের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধার জন্য এখানেই শায়িত রাখা থাকবে। আজ সকাল থেকেই প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে মঠে আসছেন ভক্তেরা। সকালেই বালি বিধানসভা কেন্দ্র এলাকার প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক মঠে এসে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানান। মহারাজের শেষকৃত্য শুরু হবে আজ (১৩.৩.২০২১) রাত ৯.১৫ নাগাদ বেলুড় মঠে।

{ads}

Belur Math Ramkrishna Mission Bali Swami Bagisanandaji Maharaj News West Bengal Howrah India

Last Updated :