header banner

অপেক্ষার অবসান

article banner

পূর্বে করা ঘোষনা মতোই আজ থেকে সাধারন মানুষের জন্য খুলে গেল বেলুড় মঠের দরজা। সমস্ত বিধি মেনেই ভক্তদের প্রবেশ করানো হচ্ছে মঠের প্রাঙ্গনে। বেলুড় মঠ খোলার দিন কিছুদিন আগেই ঘোষনা করা হয়েছিল। সেইমতোই আজ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরনে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন বহু ভক্ত, সবার মুখেই লেগে চওড়া হাঁসি। কিরকম লাগছে? এক দর্শনার্থীকে প্রশ্ন করায় তিনি বললেন একসময় করোনা পরিস্থিতির কারনে আর বাড়ি থেকে বেরোতে পারবেন বলে আশাই করেননি। বেলুড়ের দরজা খোলার পর প্রথম দিনেই আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।

 
আজ প্রথম দিনেই প্রায় দুই হাজারের কাছাকাছি ভক্তের সমাগম হতে চলেছে বলে ধারনা মঠের মহারাজদের। প্রত্যেক দর্শনার্থীদের মঠে প্রবেশ করানো হচ্ছে হাতে স্যানিটাইজার দেওয়ার পর এছাড়াও মাস্ক না পরলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সমস্ত রকম বিধিনিষেধ ও সতর্কতার উপর মান্যতা রেখে এভাবেই সুরক্ষিতভাবে ভক্ত ও ভগবানের সাক্ষাৎ করাতে সক্ষম হবেন বলে বিশ্বাস রয়েছে বেলুড় মঠ কতৃপক্ষের। তবে উৎসবের দিন মঠ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছেন তারা। মঠ বন্ধ থাকবে ১৬ই ফেব্রুয়ারি(সরস্বতী পূজা), ১৫ই মার্চ(শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি) ও ২১শে মার্চ(সাধারন উৎসব)-এর দিনগুলিতে। 

{ads}
 

Belur Math Ramkrishna Mission Belur Sri Ramkrishna Paramhansadeb Swami Vivekananda Bali Devotees Howrah West Bengal India

Last Updated :