header banner

বাড়ছে সংক্রমন, পরিস্থিতির কারনে ২২শে এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বেলুড় মঠ

article banner

করোনার ভয়াবহ পরিস্থিতির কারনে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ। আগামীকাল অর্থাৎ ২২শে এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য জনসাধারনের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠের দরজা। বাড়তে থাকা করোনার প্রভাবের উপর লক্ষ্য রেখে জনসাধারনের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আজ সকালেই বেলুড় মঠ বন্ধ হওয়ার এই বিজ্ঞপ্তি ঘোষনা করা হয় মঠ কতৃপক্ষের পক্ষ থেকে। 

{link}
গত বছর করোনা অতিমারির  কারনে ২৫শে মার্চ(২০২০)  তে বন্ধ হয়ে গিয়েছিল মাঠের দরজা। তারপর দেশ জুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন ফের জনসাধারনের জন্য মঠের দরজা খুলে দেওয়া হলেও তারপর ২রা আগস্ট তা ফের বন্ধ হয়ে যায়। কারন সেই সময় মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হয়ে পড়েন। সেই কারনেই মঠ কতৃপক্ষ মঠ বন্ধ করে দেয়। এরপর এই বছরের শুরুর দিকে কোভিড পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রনের মধ্যে চলে আসায় ১০ই ফেব্রুয়ারী আবার সমস্ত রকম কোভিড বিধি মেনেই খোলা হয়েছিল মঠ। সব মন্দিরে প্রবেশ করতে পারলেও, মন্দিরে বসা ও মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া ইত্যাদী বন্ধ ছিল। মাক্স স্যানিটাইজার ইত্যাদি কোভিড বিধি মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্রমশ আরও ভয়ঙ্কর রূপ ধারন করতে শুরু করেছে এই মারণ ভাইরাস। তাই বর্তমান পরিস্থিতিতে ২২শে এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে মঠ কতৃপক্ষের থেকে।    

{ads}

Belur Math Ramkrishna Mission Belur Math News Covid-19 News Belur Math closed News West Bengal India বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন

Last Updated :