নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়া দক্ষিণ পূর্ব রেল শাখায় ফুলেশ্বর- চেঙ্গাইলের মাঝে ডাউন লাইনে রেললাইনে বাঁক। শনিবার দুপুরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন। স্থানীয় ও রেল সূত্রে খবর, আজ সকালে দক্ষিণ-পূর্ব রেলের ফুলেশ্বর চেঙ্গালের ডাউন লাইনে রেল কর্মীরা লাইনের কাজ করছিলেন। সে সময় হঠাতেই চেঙ্গাইলের অদূরে ডাউন লাইনের একটি অংশে হঠাৎ বাঁক দেখতে পাওয়া যায় এবং সেখানে ধোঁয়া দেখতে পায় এলাকার লোকেরা। বালতি করে জল নিয়ে সেই ধোঁয়া নেভানোর চেষ্টা করার সময় তারা দেখতে পায় ওই লাইনে কালসাপা ব্রিজের উপর একটি লোকাল ট্রেন আসছে। রেল কর্মী ও এলাকার মানুষজন লাইনের উপর ছুটে গিয়ে বিভিন্ন রকম সিগন্যাল দেখিয়ে তারা ট্রেনটিকে থামানোর চেষ্টা করে। ট্রেন চালকের চেষ্টায় লোকাল ট্রেনটি কিছুটা এসে তারপর দাঁড়িয়ে যায়। যার ফলে বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায় লোকাল ট্রেনটি।
{link}
এই সময় অফিস টাইম তাই লোকাল ট্রেন গুলি স্বভাবত ভিড় থাকে । দুর্ঘটনা কবলে পড়লে অনেক কিছু ঘটে যেতে পারত। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেল আধিকারিক ও কর্মরত কর্মীরা চলে আসেন এবং ওই বেড়ে যাওয়া বাঁকা অংশ থেকে কিছুটা অংশ বাদ দিয়ে তারা সেটিকে আবার জুড়ে দেওয়া হয়। প্রায় ঘন্টাখানেক পরে ওই লাইন দিয়ে আবার ট্রেন চলাচল শুরু হয়। স্থানীয় ও রেলকর্মীদের তৎপরতায় যে একটি বড়োসড়ো রেল দুর্ঘটনা আজ অল্পের জন্য এড়িয়ে যাওয়া সম্ভব হল।
{ads}