header banner

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আগমন নতুন অতিথির

article banner

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আগমন নতুন অতিথির। জন্ম হয়েছে হিমালয়ান ব্ল্যাক ভাল্লুকের। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে মা ও সন্তান দুজনেই ভালো রয়েছে। এই নিয়ে বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬। এই বিষয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান প্রজননের ক্ষেত্রে সফলতা মিলেছে বেঙ্গল সাফারি পার্কের। এর আগে রয়েল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছিল, হরিণের সংখ্যা দ্বিগুণ হয়েছে। 
{link}
সিকিমের একটি জঙ্গল থেকে ১৩ টা ফুরবু-কে উদ্ধার করা হয়েছিল, সে সংসার পাতে ১১ বছরের ধ্রুবু-র সঙ্গে। প্রসঙ্গত ২৭ এ মার্চ বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমন হয়। যদিও বিষয়টি আগে জানানো হয়নি। কারণ জন্মের পরে কিছু সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। তবে মা ও সন্তান দুজনই ভালো রয়েছে, বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাদের। পুষ্টিকর খাওয়ার সাথে ভিটামিন জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে।
{ads}

siliguri animals wildlife conservation bengal safari park news west bengal সংবাদ

Last Updated :