header banner

Nepal : আবার কাঁপলো বাংলা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আবার কাঁপলো বাংলা। এবার কম্পন অনুভূত হলো মূলত উত্তরবঙ্গে। শুক্রবার রাত ২টো ৩৬ মিনিটে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নেপাল (Nepal)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.১। বিহারের মুজফ্ফরপুর থেকে প্রায় ১৮৯ কিমি উত্তরে অবস্থিত নেপালের বাগমতী এলাকায় ভূমিকম্পের উপকেন্দ্র। কম্পন অনুভূত হয়েছে বিহার (Bihar) ও উত্তরবঙ্গের (North Bengal) বিস্তীর্ণ অংশেও।

{link}

জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস ভূমিকম্পের তীব্রতা ৫.৬ ছিল বলে জানিয়েছে। ভূগর্ভে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানিয়েছে তারা। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫। মাঝারি তীব্রতার এরকম ভূমিকম্প উপকেন্দ্রে অল্পবিস্তর ক্ষয়ক্ষতি সাধন করে। আবার কি কোনো অশুভ ইঙ্গিত আসছে নেপাল ও নেপাল সংলগ্ন উত্তর বঙ্গে! চিন্তিত অনেকেই। হিমালয়ের তলায় ভূমিরূপ এখনও গঠিত হয়ে চলেছে। ফলে সেখানে ছোট বড়ো ভূমিকম্প হয়েই চলেছে। গণেশ নেপালি নামে সিন্ধুপালচক জেলার বরিষ্ঠ এক আধিকারিক জানান, "তীব্র কম্পনের সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘর থেকে আমরা বেরিয়ে আসি তৎক্ষণাৎ।

{link}

তবে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাইনি।" ভূমিকম্পের জেরে পাটনা, সিকিম ও দার্জিলিংয়ে বহুতল, সিলিং ফ্যান নড়ার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বিশ্বের তীব্র ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম নেপাল। কারণ নেপালের তলায় ইউরেশীয় পাতকে প্রতি বছর ৫ সেমি করে দূরে সরিয়ে দেয় ভারতীয় পাত। যার জেরে সংঘর্ষে ভূমিকম্প হয় এই এলাকাগুলিতে। মাটির তলায় টেকটনিক প্লেটগুলির এহেন অবস্থানের কারণে হিমালয়ের কোলে বারবার ভূমিকম্প দেখা দেয়।

{ads}

News Breaking News Nepal Earthquake সংবাদ

Last Updated :