header banner

হাওড়ার দাসনগরের ভারত জুট মিল অচলাবস্থাইয়, শ্রমিক বিক্ষোভ মিলের সদর দপ্তরে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গত ২রা এপ্রিল থেকে অচলাবস্থা চলছে দাসনগর ভারত জুট মিলে। কাজকর্ম বন্ধ। আর্থিক সংকটে প্রায় ৬০০জন শ্রমিক। বারবার কর্তৃপক্ষের কাছে সমস্যা সমাধানের জন্য আবেদন করেও লাভ হয়নি। দ্রুত মিল চালু করা এবং শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে আজ বিক্ষোভ হয়। মিলের সদর দপ্তর হাওড়া হাউসে বিক্ষোভ দেখায় সবকটি শ্রমিক সংগঠন। পরিস্থিতি সামাল দিতে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দেয়। জানা গেছে মিলের অংশীদারদের নিজেদের মধ্যে মতানৈক্যের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে।
{link}
শ্রমিক সুত্রে জানা গেছে যে তাঁরা সব সরকারি দপ্তরে জানিয়েছেন কিন্তু ২৬% শেয়ার বখরা থাকা সত্তেও তারা কিছু করেননি। তাই তারা বকেয়া মেটানোর দাবিতে হেড অফিসে এসে দেখেন যে গেট বন্ধ। তাঁরা ছলে যেতে বাদ্ধ হন তবে স্থানীয় প্রশাসনকেও বলেছেন এই বিষয়ে। তাঁরা থানায় গিয়ে লিখিত কমপ্লেন অ করেছেন বলে জানান। 
{ads}

Howrah Bharat Jute mill West Bengal News Strike সংবাদ

Last Updated :