header banner

অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, মেলাবে দিশা

রাজ্যে ১৭তম বিধানসভা নির্বাচনের আর কয়েকমাস বাকি। তাই, দিল্লী এবং রাজ্য শিবির জোড় কদমে শুরু হয়েছে কুর্শি দখলের লড়াই। ময়দানে অবতীর্ণ হবার পূর্বে উভয় পক্ষেরই জনমত গঠন করা হল প্রধান উদ্দেশ্য। দীর্ঘ কয়েকদিন যাবৎ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বরিবার ফের রাজ্য সরকারের প্রশাসনিক দূর্বলতা এবং নৈরাজ্যের বিষয়টি উল্লেখ করে আমতা মুক্তিরচকে জনসভায় সামিল হলেন বিজেপি রাজ্য সহ সভানেত্রী ভারতী ঘোষ। {ads}
রাজ্যে চলতে থাকা অনাচার এবং প্রশাসনিক গাফিলতিগুলিকে চিহ্নিত করে বিজেপির সমর্থনে ন্যাশানাল ফ্রন্ট অফ ট্রেড ইউনিয়ন বা নিফটু শ্রমিক সংগঠন এই জনসভার আয়োজন করে। বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে সবুজ এবং গেরুয়া শিবিরের পারস্পরিক দ্বন্দ্বের পারদ উর্ধ্বমুখী হয়েছে, সেই দ্বন্দ্বের ফলেই রাজ্য সরকারের বিশৃঙ্খলতার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয় এই জনসভায়। বিজেপি নেত্রী ভারতী ঘোষ ছাড়ায় সভায় উপস্থিত ছিলেন নিফটুর রাজ্য সভাপতি অমিয় সরকার, বিজেপির রাজ্য নেতা অনুপম মল্লিক, নিফটুর হাওড়া গ্রামীণের সভাপতি সুরেন্দ্রনাথ কুমার শুক্লা সহ একাধিক নেতৃবৃন্দরা। 
ভারতী ঘোষের উপস্থিতিতে নিফটুর ডাকে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি গতকালের পরিকল্পনায় সাফল্য এনেছে। ফলত, নির্বাচনের পূর্বে রাজ্যে দিল্লি শিবিরের গতিপ্রকৃতি এবং বিস্তারের পরিধি অনুমানে জনসভা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে আশা করা যায়। {ads}
 

Bharati Ghosh NIFTU BJP TMC Protest Mass Gathering against Malpractices West Bengal

Last Updated :