header banner

SSC Case : ফের উত্তাল বিকাশ ভবন এলাকা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চাকরিহারা শিক্ষকরা আজ সারা রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালন করছে। বৃহস্পতিবারের ঘটনার পরেও আজ, শুক্রবার বিকাশ ভবনের সামনে তারা অবস্থান চালিয়ে যাচ্ছে। গতকাল গেট ভাঙার পর বিকাশ ভবনের সামনে বিরাট ব্যারিকেড করা ছিল। আজ সকালে আন্দোলনকারীরা পুলিশের সামনেই জোর করে টেনে সেই ব্যারিকেড সরিয়ে দেন।

{link}

পুলিশ এগিয়ে আসতেই বিকাশ ভবনের (Bikash Bhavan) বাইরেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন শিক্ষক-শিক্ষাকর্মীরা। চাকরি ফেরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি পুলিশকে দেখে ধিক্কার স্লোগানও দেন তারা। পুলিশের সামনেই বসে পড়লেন তারা। চাকরি ফেরানোর দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। মোতায়েন রয়েছে পুলিশের বিপুল বাহিনী। বিকাশ ভবনের বাইরে বসেই বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলনকারীরা। রাতে উত্তেজনা বাড়ে। পুলিশের সঙ্গে কার্যত সংঘর্ষ বাধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষাকর্মীদের। আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জের অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে। পাল্টা ইট ছোড়ার অভিযোগ উঠেছে চাকরিহারাদের বিরুদ্ধেও।

{link}

উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিকাশ ভবনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন সরকারি কর্মীরা। তাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাদের বাধা দেয় পুলিশ। মুহূর্তেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। এরমধ্যে আজ সকাল হতেই নতুন করে উত্তেজনা শুরু হয়। গতকাল গেট ভাঙার পর বিকাশ ভবনের সামনে যে ব্য়ারিকেড করা হয়েছিল, তা আজ সকালে ভেঙে সরিয়ে দেন আন্দোলনকারীরা। বিকাশ ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ করবেন তারা, এমনটাই জানিয়েছেন।

{ads}

 

News Breaking News SSC Case Bikash Bhavan সংবাদ

Last Updated :