header banner

বেপরোয়া বাইক, দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

article banner

ফের দুর্ঘটনা হাওড়ায়। খুশির ঈদ, সেই আনন্দের দিনে শোকের আবহাওয়া হাওড়ার কান্দুয়া এলাকায়। এক মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন দুই বন্ধু। জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ডিপোর সামনে এদিন দুর্ঘটনাটি ঘটে। হাওড়ার রানীহাটিগামী একটি বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা ওই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

{link}


পুলিশ সূত্রে খবর, এদিন বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সাঁকরাইলের খাঁ-পাড়া সিগন্যালের কাছে জাতীয় সড়কের উপর এই পথ দুর্ঘটনা হয়। ধুলাগড় ট্রাফিক পুলিসের তরফে জানানো হয়েছে, একটি মোটর বাইকের চালক সহ তিনজন আরোহী কোলাঘাটের দিকে যাচ্ছিলেন। মোটর বাইকের গতিও ছিল বেশ।  আচমকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। মোটর বাইক থেকে ছিটকে পড়েন চালক সহ বাকি দুই সঙ্গী।

{ad}


প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শামিম মালিক,রাজীব মালিক ও মোবারক মালিক নামের তিন যুবক ছিলেন ওই মোটর বাইকে।  এঁরা প্রত্যেকেই হাওড়ার কান্দুয়া এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত যুবকদের মধ্যে দু’জনেরই মৃত্যু হয়েছে। বাকি একজনের শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার শোকের ছায়া কান্দুয়ায়।

{link}
তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ট্র্য়াপিক পুলিশ। সরকারি অ্যাম্বুল্যান্সে করে তাদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। রাস্তায় পড়ে থাকা ভেঙে যাওয়া মোটর বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

{link}


ঘটনাস্থলেই মারা যান বাইক আরোহী যুবক। আরেকজন গুরুতর জখম হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম সম্রাট সামন্ত(২৫)। বাড়ি ঘাটালে। কর্মসূত্রে তিনি হাওড়ায় শিবপুর ব্যাতাইতলায় থাকতেন। কাজ থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ আন্দুল রোডে যান চলাচল ব্যাহত হয়।


{ads}

Bike Accident Death Ruthless Drive Howrah West Bengal 15th May India সংবাদ বাইক দুর্ঘটনা

Last Updated :